খুব অল্প সময়ের ব্যবধানে আমরা শিয়া সম্প্রদায়ের উপর দুটি হামলা দেখলাম। আমার প্রশ্ন, হঠাৎ করে ওদের ওপর এই হামলার কারন কি? বিশেয করে আইসস এই হামলার দায়িত্ব নিয়ে কি অর্জন করতে চায়?
আমার মতে, তারা শিয়া সম্প্রদায়কে সাধারন মানুষের বিরুদ্ধে নিয়ে যেতে চায়। তাদেরকে চরমপন্থী পর্যায়ে নিয়ে একটা অস্থিতিশীল অবস্থা বানাতে পারলে বাংলাদেশের কপালে দু:খই আছে। ইরাক, সিরিয়া, ইয়েমেন সহ বেশিরভাগ আরব দেশই সুন্নি-শিয়া বিরোধের পরিনাম কি ছিল আমরা সবাই জানি। এবং কোন কোন দেশ এর সুবিধা নিয়েছে তাও আমরা জানি।
এখন আপনি কি মনে করেন? অন্য কোন কারন কি আছে?
সর্বশেষ এডিট : ২৮ শে নভেম্বর, ২০১৫ দুপুর ২:৩৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




