আমি হাটছিলাম,পথের শেষ বিন্দুটাকে লক্ষ্য করে--
যতই সামনে হাটি, বিন্দুটা ততই ছোট হতে থাকে
এক সময় আমি পৌছে যাই ঐ বিন্দুতে।
হঠাৎ আমি অবাক হয়ে দেখি, বিন্দুটা বড় হতে শুরু করেছে
এক সময় ঐ বিন্দুর মাঝ থেকে বেরিয়ে এলে তুমি।
আমি অবাক হলাম,অবাক হয়ে দেখলাম তোমাকে-
নিজের অজান্তেই আমি তোমাকে আমার ছায়া করে নিলাম।
আমার একঘেয়েমি জীবনে তুমি বৈচিত্র আনলে--
তোমার ইচ্ছের ডানাগুলো মেলে ধরলে আমাকে পেয়ে
আমিও তোমার ইচ্ছেয় হাওয়া লাগালাম।
কেন জানি দেখলাম,তুমি হাসলেই আমার ভালো লাগে
তোমার অনর্থক প্রতিটি কাজ আমি খুব মনযোগ দিয়ে উপভোগ করি।
মাঝে মাঝে তুমি আমাকে খেপানোর চেষ্টা কর,
আমি ভান্ করি, ভীষণ খেপে গেছি,তুমি মজা পেয়ে খিলখিল করে হাসো।
তুমি বোঝোও না,আমার আনন্দ ওতেই।
ইদানিং স্বপ্নেও হানা দাও,
এই তো গত রাতে, কি করনি বলতো?
এই এদিক ছোটো তো আবার ওদিক ছোটো,
আমিও ছুটি তোমার পিছুপিছু,
তুমি হাসো,আমি হাসি।
তুমি আসলেই বিন্দু।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



