প্রতি দিনের মত আজও ঘুম থেকে উঠেছি বেশ পড়েই। ঘুম থেকে জেগে বারান্দায় দাঁড়াতেই অভ্যাস মত তাকাই কৃষ্ঞ চুড়ার গাছটার দিকে। আমার নিজের হাতে অকৃত্রিম যতনে আমারই সন্তানে মত আমার চোখের সামনে সে আজ পাখা মেলে দাড়িয়ে । গাছটার দিকে তাকাতেই মনে হল এ এর স্বভাব বিরুদ্ধ নয় । প্রতি যৌবনের মত এবারও আগুন জ্বালাতে সে ভুল করেনী। প্রতিনিয়ত বসন্তের আগমনী গান তার কন্ঠে আজ। মাঝে মঝেই মনে হয় আমাদের ছোট্ট এই জীবনে এই সব অসহ্য সুন্দরই বুঝি আমাদের বেঁচে থাকার প্রতি লোভকে আরো বাড়ায়।
আমার পোষা এই গাছটা শ্বেত পাথরে বাধাঁনো । হাঁফ ছাড়া গরমের প্রতিটি সন্ধ্যায় এখানে ছোট বড় সবার রাজনীতির আড্ডা বসে। তুমুল তর্ক আর বিতর্কে সময় কাটে কখনো কখনো মাঝ রাত পর্যন্ত। আড্ডায় ভাটা পরে শীতের দিন গুলিতে।এই অনাদরও বুঝি সে বোঝে। তাই বিধাতা যে সৌন্দর্য তাকে অকৃপন হাতে দান করেছে তা নিয়েই ফিরে আসে কোন এক বসন্তের সকালে।
শুভ বসন্ত সবাইকে।
প্রতি দিনের মত আজও ঘুম থেকে উঠেছি বেশ পড়েই। ঘুম থেকে জেগে বারান্দায় দাঁড়াতেই অভ্যাস মত তাকাই কৃষ্ঞ চুড়ার গাছটার দিকে। আমার নিজের হাতে অকৃত্রিম যতনে আমারই সন্তানে মত আমার চোখের সামনে সে আজ পাখা মেলে দাড়িয়ে । গাছটার দিকে তাকাতেই মনে হল এ এর স্বভাব বিরুদ্ধ নয় । প্রতি যৌবনের মত এবারও আগুন জ্বালাতে সে ভুল করেনী। প্রতিনিয়ত বসন্তের আগমনী গান তার কন্ঠে আজ। মাঝে মঝেই মনে হয় আমাদের ছোট্ট এই জীবনে এই সব অসহ্য সুন্দরই বুঝি আমাদের বেঁচে থাকার প্রতি লোভকে আরো বাড়ায়।
আমার পোষা এই গাছটা শ্বেত পাথরে বাধাঁনো । হাঁফ ছাড়া গরমের প্রতিটি সন্ধ্যায় এখানে ছোট বড় সবার রাজনীতির আড্ডা বসে। তুমুল তর্ক আর বিতর্কে সময় কাটে কখনো কখনো মাঝ রাত পর্যন্ত। আড্ডায় ভাটা পরে শীতের দিন গুলিতে।এই অনাদরও বুঝি সে বোঝে। তাই বিধাতা যে সৌন্দর্য তাকে অকৃপন হাতে দান করেছে তা নিয়েই ফিরে আসে কোন এক বসন্তের সকালে।
শুভ বসন্ত সবাইকে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



