ক্যাম্পাসে শিবির, কোন সমস্যা হলেই শিবির, এটা কি আসলেই শিবির নাকি আমাদের সম্মানিত (!) ভিসি সারের নিজেকে উপস্থাপনের কোন রাজনীতি...........
ঘটনা 1. ক্যাম্পাসে মালেক নামের 36 তম ব্যাচের ছাত্রের মৃত্যু শুধুমাত্র অ্যাম্বুলেন্স এর অভাবে. বিক্ষুব্ধ ছাত্ররা ক্যাম্পাসে ভাংচুর করলে সেটা শিবিরের কাজ!!!!(সেই সময় অ্যাম্বুলেন্স ছিল একজন শিক্ষকের বাসার বাজার করার কাজে ব্যাস্ত অন্য একটি সবসময় তার বাসার সামনে থাকে যদি তিনি হার্ট এটার্ক করেন সেই জন্য, সেটা কাউকে দেয়া হয়না)
ঘটনা 2. ক্যাম্পাসে দুই হলের ছাত্রদের মারামারি সেটাও শিবিরের কাজ.....
ঘটনা 3. হল থেকে অস্ত্র উদ্ধার (?) নিজেকে ছাত্রলীগ কর্মী পরিচয় দিয়েও রক্ষা পায়নি মুর্শিদ............ সে ও শিবির
মাননীয় উপাচার্য মহোদয় কে বলছি..... আপনি যখন সারাদেশ থেকে শিবির তাড়ানোর মহান দায়িত্ব হাতে নিয়েছেন, সেখানে কেবল মাত্র আপনার সময়কালেই শিবির (?) ক্যাম্পাসে এতগুলো ঘটনা ঘটালো যা আগে কখনও দেখা যায়নি।
তাহলে কি আমরা বলব না অপনি ক্যাম্পাসে আসার সাথে সঙ্গেকরে শিবির নিয়ে এসেছেন যারা এখন এইসব কাজ করছে!
আর আপনার মুখের কথাতেই যদি একজন হিন্দু মুক্তিযোদ্ধার ছেলে শিবির হয়ে যায়......... কর্ণেল তাহেরের মতো লোকের সাথে মুর্শিদের বাবা যুদ্ধ করার পরও যদি মুর্শিদ কেবলমাত্র আপনার কয়েকটি টি ভি চ্যানেলের সামনে বক্তৃতা দেয়ার কারনে শিবির হয়ে যায় তাহলে সেদিন আপনার নামে শতশত শিক্ষার্থী ‘রাজাকার’ বলে যখন স্লোগান দিল তখন আপনার কয়েকটি মাইক্রোফোন সামনে নিয়ে বলা কথার চেয়ে তাদের কথার যৌক্তিকতা কোন অংশেই কম নয়।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে শিবিরিকরণ যে প্রক্রিয়া আমাদের সম্মানিত ভিসি স্যার হাতে নিয়েছেনে এটাকি ক্যাম্পাস কে শিবির মুক্তকরন নাকি শিবির কে শিবির কে ক্যাম্পাসে ঢোকার জন্য উদ্বুদ্ধ করা সেটা সবার মনেই একটি নতুন প্রশ্ন।
মাননীয় ভিসি স্যার আপনার কাছে অনুরোধ, আমাদের জাহাঙ্গীরনগর ক্যাম্পাসে কোন শিবির নাই, ছিলনা । আপনার নোংরা রাজনিতির জন্য এই ক্যাম্পাস কে আর কলুষীত করবেন না।আর আপনার নোংরা রাজনতি ও মিডিয়ার সামনে নিজেকে উপস্থাপনের জন্য বাংলাদেশের মুক্তিযুদ্ধ নিয়ে আর ব্যাবসা করবেন না।
আপনি প্রাচ্যের ‘অক্সফোর্ড’ এর লোক অনেক বড় মাপের মানুষ আমরা ছোট ক্যাম্পাসের ছোট ছাত্র দয়াকরে আমাদের কে নিয়ে এই নোংরা রাজনিতি করবেন না। সেটা আপনার মত বড়(!) মাপের মানুষদের জন্যই তুলে রাখেন প্লিজ।
আপনার জন্য সবশষে সি এন জির একটা কথাই বলতে চাই “ আমি ছোট, আমাকে মারবেন না” তাই আমাদের মত ছোট দেরকে নিয়ে খেলা বন্ধ করুন কারণ ভাত না পেলে মানচিত্র চিবিয়ে খাওয়া কিন্তু এই ছোটদের কে দিয়েই শুরু হয়।
সর্বশেষ এডিট : ২০ শে মার্চ, ২০১৩ ভোর ৪:২০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




