গত কাল রাতে যখন ঘুমাতে যাব ঠিক সেই মুহুর্তে বিদ্দুৎ চলে গেল। আমি জানালা খুলে আকাশের দিকে তাকিয়ে দেখি, কেউ একজন আমার দিকে তাকিয়ে মিটমিট করে হাসছে।অসম্বভ সুন্দর লাগছে তাকে। আমি অবাক হয়ে তাকে, তার এই অনাবিল রূপের কারণ জিজ্ঞাস করলাম। উত্তরে সে বললো, গাদা ছেলে! আজ তার জন্মদিন। তুমি কি ভুলে গেছো ? আমি কিন্তু ভুলিনি,তাই আজ অপরূপ রূপে সেজেছি তার জন্য....।
আমি চাঁদকে দন্যবাদ দিলাম আমাকে তার জন্মদিনের মনে করিয়ে দেয়ার জন্য।
আসলে আমি যার কথা বলছি সে আমার অনেক প্রিয় একজন, যাকে আমি ভালবাসি, অনুভব করতে পারি, যাকে একদিন না দেখলে ভাল লাগে না। প্রিয় সামু, আমি যার কথা বলছি সে কিন্তু আমার গার্ল ফ্রেন্ড না, সে আমার, অনেকের মধ্যে একজন। আমার বন্ধু.............যার নাম তানিম।( ব্লগি তানিম)
আজ ৩১ অগাস্ট। আজকের এই দিনে সে এই সুন্দর ধরনীতে এসেছিল। প্রিয় সামু, তুমি কি জানো, আমার বন্ধুটিকে আমি একটু বেশিই বিরক্ত করি। হয়তো বা সারা জীবনই তাকে আমার এই বিরক্ত সয্য করতে হবে। কিছু কিছু মানুষ থাকে যাদের বিরক্ত করতে ভালো লাগে, ভালবাসতে ভালো লাগে, তানিম আমার জীবনে সেই রকম একজন।
তার এই জন্ম দিনে আমি তার জন্য প্রার্থনা করি, সে যেন তার সপ্ন গুলোকে ছুতে পারে। প্রিয় সামুর, প্রিয় লেখক ও পাঠকরা তোমরা কিন্তু আমার এই প্রিয় বন্ধুটিকে তার জন্মদিনের শুভেচ্ছা জানিও। .... কেমন।
..............HAPPY BIRTH DAY TO U DARLING............
সর্বশেষ এডিট : ৩১ শে আগস্ট, ২০১০ বিকাল ৩:১৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



