একটা ঝকঝকে রঙিন কাচপোকা
হাটতে হাটতে এক ঝলক রোদের মধ্যে পরে গেলো।
ঝিকমিকিয়ে উঠলো তার নক্সাকাটা লাল নীল সবুজ শরীর।
বিরক্ত হয়ে বলল, রোদ কেন ?
আমি চাই অন্ধকার। চির অন্ধকা।
আমার ষোলটা পায়ে একটা ভারী শরীর বয়ে নিয়ে যাচ্ছে_
অন্ধকারকে দেখব বলে।
আমি চাই অন্ধকার। চির অন্ধকা।
একটা সময়ে এসে রোদ নিভে গেলো
বাদুড়ে ডানায় ভর করে নামল আধার।
কি গাঢ, পিচ্ছল থকথকে অন্ধকার।
কাচপকার ষোলটা ক্লান্ত পা বার বার
সেই পিচ্ছল আঠালো অন্ধকারে ডেবে যাচ্ছিল।
তার খুব কষ্ট হচ্ছিলো হাটত।
তবুও সে হাটছে_
তাকে যেতে হবে আরো গভীর অন্ধকার।
যে অন্ধকার _ আলোর জন্মদাত্রী।
------------- হুমায়ন আহমেদ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



