ইভ টিজিং না করেও পুলিশের মার খেলাম এর চেয়ে অপমান আর কিবা হতে পারে!
দুই দিন আগে সন্ধ্যার সময় আমি ও আমার দুজন বন্ধু চা খাওয়ার জন্য দেউড়িতে(বগুড়ার একটি খাবার দোকান) বসছি । চা এর অর্ডার দিয়ে আমরা সিগারেট টানতাছি। সেখানে আরো কয়েকজন সিনিয়ার ভাইয়া ছিল (যারা প্রত্যেকই প্রইভেট ফার্মে চাকুরী করে) সবাই চা পান করছে আর গল্প করছে । আচমকা ৭ বা ৮ জন পুলিশ লাঠি হাতে কোনো কিছু জিজ্ঞাস না করেই আমাদের উপর চড়াও হয়, কিছু বুঝে ওঠার আগেই লাঠি দিয়ে মার শুরু করে। সবাই যে যার মত পালাতে থাকে, আমার হাতে একটা বাড়ি লাগে, তারপর আর একজন পুলিশ আমাকে লাথি মারে, যদিও সেটা লাগেনি। কিন্তু আমার বন্ধু আকাশকে বেশ কয়েকটা মেরেছে । প্রথম মারটা ওর হাতের কবজিতে লাগায় ওর হাতের মোবাইল পরে যায়। মোবাইল নিতে গেলে পুলিশ ওকে আরো দু তিনটা বাড়ি মারে। অবশেষে আমরা ওই স্থান ত্যাগ করি। আমরা তখনও জানি না কিজন্য আমাদের মারা হলো? পরে শুনলাম ইভ টিজিং এর দায়ে। অথচ আমরা ইভ টিজিং করি নাই। উল্লেক্ষ যে দেউড়ির আশেপাশে সেদিন কোনো মেয়েই ছিল না! তাহলে আমাদেরকে কেন মারা হলো ? এর জবাবদিহিতা কে দেবে ? উল্লেক্ষ, যে আমার বন্ধু আকাশকে হাতের ব্যথার জন্য ২০০ টাকার ঔষধ খেতে হয়েছে।
সে দিনের পর থেকে নিজেকে খুব অপমানিত মনে হচ্ছে। মার খাওয়ার পর কাহাকেও কিছু বলেতে পারি নাই। এইটা কি বলার মত কোনো কথা ? আজ সাহস করে তোমার কাছে বললাম সামু ...অন্তত তুমি আমার দুঃখ টা বুঝবে !
ছোটবেলায় একবার এক মেয়েকে চোখ মেরেছিলাম সেই মেয়েটি আমাকে বলেছিল "বেয়াদব ছেলে একটা "। বিশ্বাস কর সামু, তারপর পর থেকে আজ পর্যন্ত ভুল করেও কাহকে টিজ করি নাই। আর আজ কি না মার খেলাম পুলিশের হাতে! তাও আবার টিজিং এর দায়ে! আমি এই দুঃখটা কোথায় রাখবো বলতো সামু?
সর্বশেষ এডিট : ০১ লা ডিসেম্বর, ২০১০ দুপুর ১২:৫৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



