ঘটনাটা ১৯৯৭ সালের যখন আমি ক্লাস সেভেন এ পড়ি। আমার এক বন্ধু ছিল নাম ওমর।ওর সাস্থ ভালো ছিল তাই ওকে আমাদের চেয়ে অনেক বড় মনে হতো। মজার বাপের হলো ওমর পড়ালেখায় খুব একটা ভালো ছিল না কিন্তু সবাই ওকে অনেক ভালোবাসতো এবং পছন্দ করত।ওকে আমরা ডাকতাম ওমর মুরিকাটাল বলে কারণ আমাদের তখন ইসলাম শিক্ষা বইযে একজন চিকিস্সা বিজ্ঞানী ছিল যার নাম ওমর খৈয়াম (খৈ + আম )। খৈ এবং আমের সাথে মিল রেখে আমরা ওকে ডাকতাম ওমর মুড়িকাঠাল (মুড়ি + কাঠাল)। ক্লাস নাইন এ আমি মুড়ি কাঠালের কাছ থেকে আলাদা হয়ে যাই বাবার বদলির কারণে।
Honour's 1st year পরীক্ষার পর হঠাৎ একদিন মুড়ি কাটালের সাথে দেখা। প্রথমে আমি ওকে চিনতে পারিনি কিন্তু ও আমাকে ঠিক চিনতে পারছে। হারিয়ে যাওয়া বন্ধুকে নুতন করে আবিস্কার করার মজাটাই যে অন্যরকম সেদিন বুঝতে পেরেছিলাম। সেদিন মুরিকাঠালের পাশে একটা সুন্দর মেয়ে ছিল। কথা প্রসঙ্গে জানতে পারলাম মেয়েটা ওর বিয়ে করা বউ। প্রথমে আমি একটু অবাক হলাম কারণ ওর বয়স তখন ২১ বা ২২ ছিল।এই বয়সেই ও একটা মেয়েকে পালিয়ে নিয়ে বিয়ে করেছে। বিয়েতে মেয়েটার মত ছিল কারণ মেয়েটা মুরিকাঠালকে অনেক ভালোবাসতো। ওদের বিয়ে করার কাহিনী শুনে আমি তো রীতিমত হতবাক কারণ যা আমরা সিনেমায় দেখি ও তা বাস্তবে করে দেখিয়েছে। বিয়েটা দু পরিবারের কেউ মেনে নেই নি। না নেয়ারি কথা,তখন তারা বাবা মার কাছে অবাধ্য সন্তান। যদিও তারা বাধ্য স্বামী-স্ত্রী ছিল.....।
তারপর কেটে গেছে দু বছর। এর মাঝে ওর সাথে একবারও কথা হয়নি কারণ তখন আমার বা ওর মোবাইল ছিল না। কথা প্রসঙ্গে ও বললো যে সবকিছু ঠিক হয়ে গেছে অর্থাৎ দুপরিবারিই
ওদের বিয়েটা মেনে নিয়েছে.....................।
প্রিয় সামু, একটা কথা বলতে ভুলে গেছি, মুড়ি কাঠাল এবং রতির বাসর হয়েছিল ওদের বিয়ের ৩ বছর পর। কারন ওরা প্রতিগ্গা করেছিল যে ওদের কারোর একজনের যেদিন চাকুরী হবে সেদিন ওদের বাসর হবে।
এভাবে প্রায় ৩ বছর কেটে যায়। রতি প্রাথমিক শিক্ষিকার চাকুরী পেয়ে যায় এবং চাকুরিতে যোগদান করে। পরে ওরা অনেক ঘটা করে ওদের বাসর সম্পূর্ণ করে।
সেদিন দুজনকে একসাথে দেখলাম, জিজ্ঞাসা করলাম কেমন চলছে তোদের সংসার ? ওরা বললো, আমরা অনেক সুখে আছি রে।
স্বপ্ন সবসময় সুন্দর,তাই না সামু ? আর স্বপ্ন যদি সত্যি হয় তাহলে সেটা হয় সুন্দরতম.......ওদেরকে দেখে আমার তাই মনে হয়েছে। যদিও এর জন্য ওদের অনেক যুদ্ধ করতে হয়েছে ! তাতে কি ? ওরা তো ওদের স্বপ্নকে পেয়েছে।
Keats সাহেব কি আর এমনে বলেছিল.........
If winter comes, can spring be far behind ?
সর্বশেষ এডিট : ১৪ ই জানুয়ারি, ২০১১ বিকাল ৪:৫৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



