আমি কাউকে কাউকে ভালবেসেছিলাম, তারা আমাকে বাসেনি
আমাকেউ কেউ কেউ ভালবেসেছিল, আমি তাদেরকে বাসিনি
আমি কাউকে কাউকে ভালবেসেছিলাম, বলতে সাহস পাই নাই
আমাকেউ কেউ কেউ ভালবেসেছিল, বলতে সাহস পায় নাই
আমি তাকে ভালবেসেছিলাম, সেও আমাকে ভালবেসেছিল
কিন্তু কেউই টের পাইনি কারও মনের কথা।
পরে আমি যখন জানলাম সে ভালবাসত আমায়,
আর সে যখন জানল আমি ভালবাসতাম তাকে,
ততক্ষণে ............

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




