নিপীড়িত বঞ্চিত মানুষগুলো জীবনযুদ্ধে পরাজয়ের একটা পর্যায়ে এটা ভেবে খুশী থাকে যে এ জীবনে ত কিছুই পেলাম না, পরকালে পরম করুণাময় নিশ্চয়ই সুবিচার করবেন,সুখে রাখবেন।
ধুরন্ধর,চতুর,আগ্রাসী অপরাধীগুলো যখন জাগতিক সব আইনের ফাঁকফোকর গলে বেরিয়ে যায়,জাগতিক কোন বিচার তাদের স্পর্শ করতে পারে না, তাদের দ্বারা নিপীড়িত মানুষগুলো এটা ভেবে খুশী থাকে যে, শেষ বিচারের দিন এই ধুরন্ধর অপরাধীগুলো আটকা খাবে,পরম করুণাময় সুবিচার করে এদেরকে শাস্তি দিবেন।
সেদিন এক নিপীড়িত বঞ্চিত মানুষকে মন খারাপ করে থাকতে দেখে থমকে দাঁড়াল আগুন্তুক,
-কি চাচা কি হয়েছে?
-ওরা এগুলো কি বলে?
-কেন কি হয়েছে?
-ওরা বলে,পরকাল বলে কিছু নেই,শেষ বিচার বলে কিছু নেই। ওরা আমাদের শেষ আশার স্থল কেড়ে নিতে চায় কেন? কি ক্ষতি করেছি আমরা ওদের?
-ওরা বললেই কি সেটা হবে? ওদের কথায় আপনি মন খারাপ করছেন কেন।
- না, আসলে অমনভাবে চিন্তা করে নিজেকে কেমন অসহায় লাগল।
দুফোটা জল গড়িয়ে পড়ল চোখ বেয়ে

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




