মদনা বোলোগার বদনা লইয়া দোড়াইতাছে রাজাকার নামটা ঘষটাইয়া তুলনের লাইগা। খুব বুদ্দিমানের মতন একটা চাল মারছে, পাব্লিকে ধরতারে নাই। সবাইরে রেজাকার ঘুষনা দিতাছে, হের সুত্র এরম আপনে যদি আইজ বাসে যাইতে গিয়া রেজাকারের পাশের সিটে বইয়া পড়েন তাইলে এখন থন আপনেও রেজাকার। তয় কথা হইটাছে রেজাকারের সংগা এত সস্তা বানাইয়া তার লাভ কি। হে হে। লাভ আছে। বহুত লাব আছে। সবাই রেজাকার হইলে আসল রেজাকাররে আর কেউ দোষাইবো না।
শুনো চুদির ভাইরা, যতই ভড়ং ধরো, সংগা পাল্টানির চেষ্টা করো, তুমার বাপের রেজাকার নাম তুমার বাপগো লগেই থাকবো। এরশাদ চুরি করছে মানি, খালেদা হাসিনাও চুরি করছে, টেকা মারছে, জামাতের রেজাকারগো লগে বন্দু পাতাইছে, দুস্তি করছে, সেইটাও মানি। এল্লিগা হেগো জেলে ঢুকাইলে ঢুকাও। নু প্রুবলেম। তয় হেরা কেওই রেজাকার না। ঘুষখোর বদমাইশ চুর হইতারে তয় রেজাকার না। রেজাকার হইতাছে যারা ৭১ এ বেঈমানি করছিল, পাকিগো লগে মিল্লা খুন ধর্ষন করছিল, নিয়মিত বাহিনিত নাম লিখাইছিলো। এরাই রেজাকার। উল্টা পাল্টা লিখা ঘুলাটে কইরা লাভ নাই। জামাতিরা রেজাকার, ঐটা ওগো লগেই থাকবো, ঘষ্টাইয়া মুছতে পারবা না, তয় তুমার পাছায় যে কালি মারা আছে ঐটা সবাই দেখবো

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



