টিসিবি'র সাবেক কেরানী মন্ত্রী আবুল হোসেন
লাশের পাঁজরে পা রেখে যিনি বিধাতার হাসি হাসেন।
আড়াই বছরের মন্ত্রীপনায় সড়কে জলধি অথৈ,
কড়ি পেলে এখন নাকি এক সপ্তাহেই সই।
শহীদ মিনারে সুশীল দাবি- "নিরাপদ সড়ক চাই"
মন্ত্রী বলেন তাও হবে, যদি, পুরা বাজেটের টাকা পাই।।
কি করে, কি করে মন্ত্রী? জনতা চ্যাঁচায়,
জন্ম নিরোধের বিজ্ঞাপন স্বয়ং মন্ত্রী সাহারায়।
দেশসেবার ব্রতে সেই যৌবনে করেছে পণ,
তাইতো দেয়া হয়নি যার ঘর-সংসারে মন।
এমন মহান ত্যাগের মূল্য দেয়না যে জনগণ,
গণপিটুনি আর ক্রসফায়ারই তবে হোক বিধির লিখন।।
ডাংগার নেতা জলের মন্ত্রী বাদশা শাহজাহান,
গরু-ছাগল চিনতে পেরেই ড্রাইভিং লাইসেন্স চান।
ফটকা মন্ত্রী আবুল মাল আর ব্যাবসামন্ত্রী খান,
সুযোগ পেলেই নব নব তরিকা বাতলান।
একজন বলে কম বাজারে যান, অন্যে বলে খাবেন কম,
তবেই দেখবেন কেমন করে বাজার হয় নিয়ন্ত্রন।।
ভাত পায়না সংস্কারবাদী ইঁদুর চতুষ্টয়,
'র্যাটম' খেয়ে গর্তে ঝিমায়, আয়ু হয় যে ক্ষয়।
হাল না ছেড়ে কন্ঠ ছাড়ে ইঁদুর তোফায়েল,
নেত্রীর এক ধমক বাণে পরের দিনেই ঘায়েল।
লোকে বলে মাছের পচন মাথায় শুরু হয়,
ভয় পেয়োনা তারপরও হবে, জয় বাংলার জয়।।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




