স্কুল এ পরার সময় কোনোদিন যদি রাত ১ টা পর্যন্ত জেগে থাকতে পারতাম, মনে হতো,আজকে তো সেই রকম পড়া হলো....
কলেজে থাকতে রাত জেগেছি বলে মনে পরে না...ক্লাস ,কোচিং করে এতই ক্নান্ত লাগত যে বাসায় এসে খেয়েই ঘুম।সে ঘুম এমনই ছিল যে দিনে জেগে থেকে যাদের নিয়ে স্বপ্ন দেখতাম (
ভর্তি পরীক্ষার্ জন্য রাত জাগাটাকে যে কি অবিচার মনে হত,সামনের বইটা যে কত সময় বালিশ হয়ে গেছে তার হিসেব নেই.........
ভার্সিটির ফাস্ট ইয়ারে রাত জেগে আড্ডা দিতে গিয়ে কতো রাত নির্ঘুম পার হয়েছে।গভীর রাতে নিজেদের মনে হতো অন্য জগতের কেউ, আনন্দ আর আনন্দ মনের গভীরে,দুখঃগুলোকে গলা চেপে ধরে আনন্দের উৎসব....
এখন ভার্সিটির শেষ বেলা্য় এসে আমি নিজের ঘরে রাত জেগে নির্জনে বসে থাকি,বন্ধুরা এখন বড়ো ব্যস্ত....দুঃখরা এখন আনন্দের গলা চেপে ধরে....আর এই আমি জানালা দি্য়ে আকাশে চাদকে খু্জে বেরাই....না পেলে বসে থাকি,সাথে থাকে অন্ধকার আর কল্পনায় আমার হাত ধরে কাধে মাথা রেখে বসে থাকে কোনো একজন ......
ইনসমনিয়া.....
সর্বশেষ এডিট : ১৯ শে অক্টোবর, ২০১০ ভোর ৪:৪২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




