গানটা শুনে অনেকক্ষণ চুপ করে বসে ছিলাম......... মনের গভীরে কোথায় যেন একটা হাহাকার তৈরি করে গানটা.........মনে হয়, গান টা যেন আমার জন্যই লেখা......
দেখুন কেমন লাগে আপনাদের......
http://www.youtube.com/watch?v=6VDr7rUAxFY
আমাকে আমার মতো থাকতে দাও,
আমি নিজেকে নিজের মতো গুছিয়ে নিয়েছি,
যেটা ছিলনা ছিলনা সেটা না পাওয়াই থাক,
সব পেলে নষ্ট জীবন,
তোমার এই দুনিয়ার ঝাপসা আলোয়,
কিছু সন্ধার গুড়ো হওয়া কাঁচের মতো,
যদি উড়ে যেতে চাও তবে গা ভাসিয়ে দাও,
দুরবীনে চোখ রাখবোনা,
এই জাহাজ মাস্তুল ছারখার,
তবু গল্প লিখেছি বাঁচবার,
আমি রাখতে চাই না আর তার,
কোনো রাত দুপুর এর আবদার,
তাই চেষ্টা করছি বারবার,
সাঁতরে পাড় খোঁজার,
কখনো আকাশ বেয়ে চুপ করে,
যদি ভালোবাসা নেমে আসে খুব ভোরে,
চোখ ভাঙা তুমি খুঁজনা আমায়,
আশেপাশে আমি আর নেই,
আমার জন্য আলো জ্বেলোনা কেউ,
আমি মানুষের সমুদ্রে গুনেছি ঢেউ,
এই ষ্টেশনের চত্বরে হারিয়ে গেছি,
শেষ ট্রেনে ঘরে ফিরবো না
সর্বশেষ এডিট : ২৮ শে নভেম্বর, ২০১০ ভোর ৪:০৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




