আজ রাস্তায় কালো ধোয়ায় ঢাকা বাতাসে নিঃশ্বাস নিয়েও যে আমি গহীন অরন্যের সুবাস পাচ্ছি।মোড়ে দাঁড়িয়ে থাকা পাগলটা যখন আমার দিকে তাকিয়ে থাকল,আমি ভয় না পেয়ে তার জন্য মায়া বোধ করলাম।বাসে আমার পাশে বসা লোকটা যখন বারবার ঘুমিয়ে আমার কাধে পরে যাচ্ছিলো , আমার মনে হচ্ছিলো 'আহারে,বেচারা মনে হয় বাসায় শান্তিমতো ঘুমাতে পারেনি'।
কারেন্টের তারে বসে থাকা কাকগুলো কে মনে হচ্ছে কোনো রাজকীয় পাখি। ভুল করে এই শহরে এসে এখানে ডানা মেলতে ভয় পাচ্ছে।কাকগুলোকে বলতে ইচ্ছে হচ্ছিলো, এই দেখো আমি আজ উড়ছি।আজ আমার অদৃশ্য ডানায় ভর করে আমি যত পারি উড়ব।
তুমি কি জানো, ক্লাসে অমনোযোগী থেকে আজকে যখন স্যারের বকা খেলাম,তখনো আমার চোখ আনন্দে ঝিলমিল করছিলো। আমার অপছন্দের ক্লাসমেট টার দিকে তাকিয়ে হেসেছি পর্যন্ত,বেচারা অবাক হয়ে তাকিয়ে ছিলো।
বৃষ্টির ধারা আজ যখন আমায় ধুয়ে নেমে যাচ্ছিলো, আমার চারপাশের পৃথিবী তখন অপূর্ব রঙ্গীন।আমার মনের সবগুলো রঙ আজ বৃষ্টির স্পর্শ পেয়ে পরিপূর্ণ হয়েছে।বৃষ্টি আজ বুঝতে পেরেছে আমি আজ পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ।আজ কোনো দুঃখ আমাকে স্পর্শ করবে না।আমার হৃদয় আজকে একটি মূহুর্তের কথাই ভাববে,আমার ঠোটের কোণে ফুটে উঠবে এক চিলতে হাসি,আমার চোখের সামনে ভাসবে শুধু একটি মুখ......
আজ যে তুমি আমায় ভালোবাসি বলেছ.........
(সেফ হবার পর আমার প্রথম লেখা)
সর্বশেষ এডিট : ১২ ই ডিসেম্বর, ২০১০ ভোর ৬:৫১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




