তাই সবার মত আমার-ও বই মেলার উপর একটা ‘পুষ্ট’ দিতে ইচ্ছা হলো।
তবে আমি এখনো এমন কোনো উঁচুমানের ব্লগার হইনি যে এই বিষয়ে ভালো কোনো লিখা দিতে পারব!
প্রতিবার বইমেলায় গিয়ে বই কেনার পাশাপাশি আমার অন্যতম কাজ হয় অদ্ভুত সব বই এর নাম খুজে বের করা, আর ঐ গুলা নিয়ে সবাই মিলে হাসাহাসি করা।
এইবার ও তার ব্যাতিক্রম হয়নি। বরং একটু বেশি-ই হয়েছে।
তয় আপচুচ! যে সব বই এর নাম মনে নাই :-<
থাকার মধ্যে আছে খালি একটা বই এর ছবি!
ঐটাই দিয়ে দিলাম।
বই-এর নামটা আমার বড়ই পছন্দ
বিঃদ্রঃ বইটা কিন্তু আমি কিনি নাইক্কা!
খালি ফুডু তুলছি!!
সর্বশেষ এডিট : ০৪ ঠা মার্চ, ২০০৯ রাত ৮:১৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




