সারা রাত ফলাফলের খরব নিয়ে সকালে গেলাম ঘুমাতে। বিডি টাইম রাত দুটোয়। একটু আগে ঘুম থেকে উঠেই পিসি ছাড়লাম কি অবস্থা জানার জন্য। গত বারের মত পাশার দান শেষ মূহুর্তে এসে চেন্জ হয়ে যায়নি দেখে ভাল লাগছে। অভিনন্দন আওয়ামীলিগকে।
কাল রাতে আম্মু নিজে দেশ থেকে আমার মোবাইলে ফোন করে বল্লেনঃ "আমরা জিততে যাচ্ছি বাবা।" আম্মুকে জীবনে খুব কম সময়েই এত খুশী দেখেছি। বল্লেন - "সব ওয়েবসাইট গুলোর নিয়মিত আপডেট দেখতে।" আম্মুকে কনগ্রেচুলেশন জানালাম। বল্লাম আম্মু, "আমাদের এখন একটাই দাবী। সবার আগে যুদ্ধাপরাধীর বিচার। আম্মু বল্লো- ইনশাল্লাহ অবশ্যই হবে বাবা। তোমরা আমাদের পাশে থেকো।"
আমি বল্লাম - "হাসিনা আন্টিকে কি এখন ফোনে পাওয়া যাবে?" আম্মু বল্লেন - আপাকে এখন ফোন দিয়ে লাভ নেই। কথা বলতে পারবে না। পরে ট্রাই করো।"
আন্টির সাথে কত যে স্মৃতি জড়িয়ে আছে। খুব কাছ থেকে দেখেছি এই নিরহংকার মানুষটাকে। আম্মুর সাথে যতবারই সুধা সদনে গিয়েছি ততবারই খুবই সাদামাটা বেশে দেখেছি। হাতে ছিলো তজবি, নাহলে জায়নামাযে বসা। নতুবা কোরআন শরীফ পড়ছেন।
আমাকে দেখলেই মজা করে একটা কথা বলতেন। আমাকে নাম ধরে খুব সময়ই ডেকেছেন। বেশীর ভাগ সময় "বাবা" বলে ডাকতেন।
পোস্টের শিরোনাম দিবো ভেবেছিলাম "মহাজোটকে অভিনন্দন।" কিন্তু পরে দেখলাম ২৯৮ টি আসনের ভেতর মহাজোটের দখলে ২৬৩ টি আসন। তার ভেতর আওয়ামীলিগ একাই পেয়েছে ২৩০ টি আসন। সেখানে চারদলীয় জোট মাত্র ৩১ টি। এরকম বিশাল ব্যবধানে জেততে পারাটা, আসলেই এটা আওয়ামীলিগের ব্যাপক বিজয়।
কিন্তু আম্মু যেটা বল্ল সেটা হবে কি? সত্যিই হবে। কাল রাতে মাহবুব সুমন ভাইয়ের একটা পোস্টে রাশুদার একটা কমেন্ট পড়ে খুব মন খারাপ হয়ে গিয়েছিলো। রাশুদার কথা সত্যি না হোক মনে প্রানে এই কামনা করি।
কালরাতে প্রথমালোতে জাফর ইকবাল স্যারেরও একটা বিশাল আর্টিকেল পড়লাম। স্যার এই দেশ নিয়ে সব সময়ই ভীষন আশাবাদী। তার লেখাটা সেটাই শুধু ফুটে উঠে। পত্রিকায় তার লেখা পেলেই গোগ্রাসে গিলি। উনি বলেছেন-
রাজনীতিবিদরা যেন মনে না করে তাদেরকে ভোট দিয়ে জয়যুক্ত করা হয়েছে দেশের ক্ষমতায় যাবার জন্য। তাদের এটা মনে করিয়ে দেয়া উচিৎ যে তারা আসলে একটা দেশের সার্বময় দায়িত্ব নিয়েছে। ক্ষমতা নয়। উনি কামনা করেছিলেন , যে দলই আসুক না কেন, যুদ্ধাপরাধীদের বিচার করুক। উপযুক্ত সাজা দিক, দেশকে দারিদ্রতা মুক্ত একটা আধুনিক রাষ্ট্র হিসেবে গড়ে তোলা হোক।
আমার খুব বিশ্বাস করতে ইচ্ছে হয় যে, আওয়ামীলিগ স্যারের স্বপ্নটা বাস্তবায়ন করতে পারবে। কারন, এ যে ১৪ কোটি মানুষের স্বপ্ন!
সর্বশেষ এডিট : ৩০ শে ডিসেম্বর, ২০০৮ রাত ৯:৩০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




