আমার বড় বোন খুবই যন্ত্রনাদায়ক একটি প্রাণী। ( পাঠক দের মধ্যে যারা বড় ভাই অথবা বড় বোন তারা আগেই খেপবেন না ঘটনা শুনলেই সব বুঝবেন)। কয়েক বছর আগে যখন আমাদের পিসি ছিল না তখন তার হাতে সারাদিন কোনো কাজ থাকত না।একটি মাত্র কাজ থাকত আর তা হলো আমাকে কারণে অকারণে খেপানো। এখানে এসে পাঠকরা হয়ত আমাকে গালি দিয়ে বলবেন তুই ই নিশ্চই আগে কিছু করতি ! নাহলে তোকে অকারণে ক্যান খেপাবে? বিশ্বাস করুন আমি খুবই নিরীহ একটি মেয়ে। ধরুন কোনো বিয়ের অনুষ্ঠানে সেজেগুজে রওনা হচ্ছি, হঠাৎ কোথা থেকে উড়ে এসে জুড়ে বসে বলবে তোর মেক আপ সেশন শেষ হয়েছে? অথচ আমি কিন্তু মোটেও মেক আপ করি না। দাতে দাতে চেপে তা সহ্য করি কিন্তু তাতেও সে ক্ষান্ত না হয়ে আবার বলে ওঠে, ইশ ! তোকে না একদম পেত্নীর মত লাগছে। ঝামেলা এড়ানোর জন্য মুখ চেপে সহ্য করলাম। কিন্তু তাতে সে হাল ছাড়বে কেন ? খেপানোর জন্য কিছু না কিছু বলতেই থাকে। সে যাই হোক। সে আমাকে কখনো আমার নাম ধরে ডেকেছে বলে আমি মনে করতে পারি না । সবসময় ই নিজের তৈরী উদ্ভট সব নামে ডেকেছে। আমার নাম প্রভা। সে তার সাথে মিলিয়ে আমাকে ডাকা শুরু করলো গোবা, থোবা, ছোবা, লোবা প্রভৃতি। এই নামগুলোর মধ্য থেকে আমার এক কাজিন গোবা নামটি এবং এক মামা টোবা নামটি বেছে নিয়ে আমাকে তাই ডাকতে শুরু করলো।
এখানেই আমার দুঃখের কাহিনী শেষ নয় ... কয়েকদিন আগেই সে আমাকে ফাউল নামে ডাকা শুরু করলো। তো একদিন আমার এক বান্ধবী ফোন করলো। দুর্ভাগ্যক্রমে ফোনটা আপু ধরল এবং আমাকে ডেকে বলল, "এই ফাউল, তোর ফোন"। আমার বান্ধবী তো সেটা শুনে হেসেই খুন। আমাকে বলতে লাগলো, "আপু তোকে ফাউল বলে ডাকে! মজা তো ! এখন থেকে আমিও তোকে ফাউল বলেই ডাকব"।
ফেসবুক এ যে সে আমাকে কতভাবে পচিয়েছে তার তো কোনো ইয়ত্তা ই নেই। আমি ছবি তোলা পছন্দ করি বলে সে আমার সাজগোজের কয়েকটি ছবি ফেসবুক এ আপলোড করে দিল "ঢং" নাম দিয়ে।
একবার আমি এক তার সাথে এক বেট এ জিতে বললাম, আমাকে আইসক্রিম খাওয়াতে হবে। তো সে আমাকে বলল ঠিক আছে ধানমন্ডি তে এন্ডারসন্স এ গিয়ে খাওয়াব। কিন্তু আমি তাকে বললাম না,আমি এখানকার মুদির দোকান থেকে কোন আইসক্রিম খাব। অথচ সে আমাকে সেটা খাওয়াতে রাজি হলো না হলো তো না ই উল্টা ফেসবুক এ স্টেটাস দিয়ে দিল, প্রভা একটা কাউয়া। কাউয়া চিনে ঘাউয়া আম। সেটাতে আবার অনেকে লাইক ও দিয়ে গেল।
যাই হোক,কয়েক মাস আগে খুব ভাব নিয়ে সে নিজের ফেসবুক একাউন্ট টা বন্ধ করে দিল। খুবই ভালো কথা কিন্তু দেখা গেল সে দিনে রাতে আমার একাউন্ট এ ঢুকে সব কিছু দেখে নিত। কিন্তু আমিও কম যাই না ! দিলাম পাসওয়ার্ড টা চেইঞ্জ করে !
যাই হোক,আমার এ দুঃখের শেষ নেই অনেক সহ্য করেছি কিন্তু আর না সারাজীবন কি শুধু আমি ই পচবো ?? না তা তো হবে না। এবার এসেছি ব্লগ এ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




