লাল? নীল? নাকি হলুদ?
উহু ভালোবাসার রং আলাদা করে বোঝা যায় না গো!
এ রং ফুটে ওঠে শুধু তারই অঙ্গে যে ভালোবাসতে জানে।।
তাইতো গান লেখা হয় ভালোবাসবো, বাসবোরে বন্ধু তোমায় যতনে...
বড় যতনের জিনিস এই ভালোবাসা
একটু অযত্ন কিংবা অবহেলায় চিরদিনের মতো
হারিয়ে যেতে পারে....
এই ভালোবাসার সতর্কবাণী মূলত: তাদের জন্য, যারা ভালোবাসার মহত্ব, গুরুত্ব কিংবা বলা যায় মূল্য বুঝতে চায় না। হ্যা, আমি দৃষ্টি আকর্ষণ করতে চাই আমাদের তরুণ সমাজের। উঠতি বয়সে অনেকে আছি যারা ভালোবাসার নামে ঠুনকো কিছু সম্পর্ক গড়ে তোলে যার মূল বিষয়ই থাকে জৈবিক চাওয়া পাওয়ার হিসাব। ফলশ্রুতিতে এই সম্পর্কগুলো সবসময়ই হয় ক্ষণস্থায়ী, তাসের ঘরের মতোই থাকে এর স্থায়ীত্বকাল... কি লাভ এইসব ক্ষণিকের মোহে সময় কাটিয়ে!এখনো সময় আছে নিজেদের জাগিয়ে তোলার.. ভালোবাসার মর্ম মর্মে উপলদ্ধি করার..ভুলের রাস্তা থেকে ফিরে আসার... আসুন আমরা প্রকৃত ভালোবাসার রঙে বর্ণিল হই...
সর্বশেষ এডিট : ৩০ শে মে, ২০১০ রাত ১১:১৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




