আমি যদি পাখি হতাম
আকাশ জুড়ে থাকত আমার পদচারণা
মেঘের ভেলায় গা ভাসিয়ে দিতাম
উড়ে বেড়াতাম বিশ্বলোক, চন্দ্রলোক
আরও কত কি!!!
আমি যদি গাছ হতাম
দু:খরা স্পর্শও করতে পারত না আমাকে
কষ্টগুলো ক্ষয় করতে পারত না আমাকে
অমি হতাম স্থির, অবিচল
বরং ভালোবেসে ছায়া আর বিশ্রাম দিয়ে যেতাম পরিশ্রান্ত পথচারীকে।
আমি যদি সুন্দর একটি মাছ হতাম
লাল-নীল-হলুদ বর্ণালী এক মাছ
নদীর জলে-সাগরের জলে
ভেসে ভেসে কোথায় চলে যেতাম!
ঘুরে বেড়াতাম পাতালপুরী
লুকোচুরি খেলতাম মৎস্যকন্যার সাথে
আনন্দ আর উত্তেজনায় কেটে যেত দিনগুলি!
আমি যদি নদী হতাম
বয়ে যেতাম পৃথিবীর একপ্রান্ত থেকে অন্যপ্রান্ত
সব ঘাট থেকে দু:খ-কষ্টগুলো সব ভাসিয়ে নিতাম
তারপর বিসর্জন দিতাম সমুদ্রের বিশালতায়
তখন কেমন হালকা লাগতো নিজেকে বলো!!!
তবে, আমি পাখি নই, গাছ নই,
নদী নই এমন কি সুন্দর একটা মাছও নই...
আমি মানুষ,
মানুষরা হয় অন্যরকম
মানুষ আকাশে পাখা মেলে উড়তে পারে না,
সাগর-জলে ভাসতে পারে না
দু:খ-কষ্টে স্থির অবিচলও থাকতে পারে না
পৃথিবীর সব জরা-জীর্ণতা সাগর জলে বিসর্জনও দিতে পারে না।
কারণ
মানুষরা কষ্ট পেতেও ভালোবাসে... কষ্ট দিতেও ভালোবাসে।।
সর্বশেষ এডিট : ০৩ রা জুন, ২০১০ রাত ১০:৪৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




