পুরনো ঢাকায় আগুনে পুড়ে মৃতের সংখ্যা দাড়িয়েছে ১১৭ জনে, আহত শতাধিক আর নিখোজ স্বজনদের অপেক্ষায় শত শত মানুষের কান্না আর আহাজারিতে ভারী হয়ে উঠেছে পুরনো ঢাকার বাতাস। যতবারই সেখানকার সংবাদ টিভি- রেডিও বা খবরের কাগজে পড়ছি.. গায়ের রোম খাড়া হয়ে যাচ্ছে! সৃষ্টিকর্তা এ কোন মর্মান্তিক অবস্হায় ফেলল আমাদের! সৃষ্টির সেরা জীব মানুষ আর সেই মানুষের জীবন এতো তুচ্ছ!এতো নগণ্য !
সৃষ্টিকর্তা আমাদের সৃষ্টি করেছেন সম্পূর্ণ করে। আমাদের শারিরীক-মানসিক-আত্নিকশক্তি দিয়েছেন। আমরা যদি সেই শক্তি কাজে না লাগাই তবে সৃষ্টিকর্তাও চাইবে না আমরা বেচে থাকি।বড় বড় দুর্ঘটনাগুলো তারই ইঙ্গিত করে।
পুরনো ঢাকার অপরিকল্পিত জীবন সবকিছুই তো মানুষের নিজেদেরই সৃষ্টি। একটু পরিকল্পনা, একটু উদারতা আর একটু সচেতনতাই একটি এলাকার সুপরিকল্পিত কাঠামো প্রদানের জন্য যথেষ্ট। আমরা নিজেদের সামান্য মূল্যের জায়গা থেকে রাস্তা দেয়ার চেয়ে আমাদের অমূল্য প্রাণ দিতে প্রস্তুত।ইট দিয়ে বাড়ি তুলতে পারলেই মহাখুশি এখন তা ধ্বসে পড়ে যদি সবার প্রাণও যায় তাতেও সমস্যা নেই।তবে কেন আমরা এই দুনিয়ার জৈবিক চাওয়াগুলো মেটাতে এতো ব্যস্ত থাকি।
দৃষ্টি আকর্ষণ করতে চাই আমাদের সকলের! দৃষ্টি আকর্ষণ করতে চাই সরকারের! ক্ষমতা পাওয়া সহজ কিন্তু তাদের কথাই মানুষ মনে রাখে যারা মানুষের জন্য প্রকৃতভাবে কাজ করে। সুপরিকল্পিত নগরায়নের দায়িত্ব নিন আর জনগণের দেয়া ভোটের মর্যাদা রক্ষা করুন।
এই বাজারে সচেতনতার মূল্য অনেক।
আর কত প্রাণের মূল্যে কেনা যাবে একটু সচেতনতা বলতে পারি আমরা?!!!
সর্বশেষ এডিট : ০৭ ই জুন, ২০১০ দুপুর ২:৩৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




