কষ্টগুলোকে মাঝে মাঝে আমার সমু্দ্রের ঢেউ এর মতো মনে হয়। সমু্দ্রের ঢেউগুলো যেমন হঠাৎ করে সমু্দ্রের বুকে আছড়ে পড়ে, ঠিক তেমনি করেই তো জীবনের কষ্টগুলো হঠাৎ করে আমাদের জীবনে আছড়ে পড়ে আর ক্ষত-বিক্ষত করে আমাদের জীবনটাকে। সমু্দ্রের রূপ যেমন এক এক সময় এক এক রকম আমাদের জীবনটাও তো তেমনি.....
খুব ভোরবেলা যখন লোকজনের আনাগোণা কম তখন সমু্দ্রকে দেখতে একেবারেই শান্ত লাগে, ঠিক যেন সদ্য কৈশোর পেরুনো কোন কিশোরীর মতো। আবার একটু পরেই সমু্দ্রের ভয়াল রূপ ঠিক যেন জীবনে আকস্মিকভাবে ঘটা ভয়ঙ্কর কালবৈশাখী রূপী বিপদের প্রতিচ্ছবি!!!
সমু্দ্র আমার খুব প্রিয়, বার বার ইচ্ছে করে সমুদ্রে ছুটে যেতে। তবে সমু্দ্রের ভয়াল রূপটাকে আমি প্রচন্ড ভয়ও পাই।তাই সমু্দ্রের মতো জীবনের উত্থান-পতনেও আমার অনেক শংকা। কষ্টগুলো যেন আমাদের ছুঁতে না পারে এমন কিছু যদি থাকত, তাহলে কতই না ভালো হতো! সমু্দ্রের পাড়ে যারা থাকে তারা অবশ্য অনেক সাহসী, সমু্দ্রের বড় বড় ঢেউ যুঝতে পারার মতোঅদম্য দু:সাহসী। সৃষ্টিকর্তা আমাদের সকলের সহায় হোন যেন আমরাও জীবনের কষ্টগুলোর সাথে যুঝতে পারি অদম্য সাহস নিয়ে.......
সর্বশেষ এডিট : ০৮ ই নভেম্বর, ২০১০ বিকাল ৪:১৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




