
স্যার আপনার জন্য এই গাড়ি।
-কে আপনি?
-স্যার আপনি আমাকে আগে কখনোও দেখেননি।
-তাহলে আমি আপনার গাড়িতে উঠব কেন?
-স্যার গাড়িটা আমার না, আপনার।
-আমার?
-হ্যা, আপনার। স্যার গাড়িতে ওঠেন। এসি আছে, খাবার আছে, অন্য রং এর পানি আছে, আর অন্য কিছু লাগলে তাও এনে দেওয়া যাবে। তবে স্যার বিদেশীটা আনতে একটু সময় লাগবে।
-ও, তা আমি যাবো কই?
-স্যার আপনি প্রশ্ন করে আমাকে লজ্জায় ফেলে দিলেন! স্যার আমরা নরকে যাব।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




