মেঘ দেখলেই সবার আগে ভিজে শুধু একটি মেয়ে
পাগলা হাওয়ায় দোলে কেবল তারই মন
হারিয়ে যেতে চায় সে কেবল অজানায়
মনের সুখে গাইতে থাকে ভালো লাগার মিস্টি টান।
আজ সকালে বইলো যখন হাওয়া, শুরু হলো বৃষ্টি খানিকবাদে,
মেয়েটি তখন খুব হাসলো , খুব কাদলো
এখন আমি যাচ্ছি তার বাড়ি
খবর পেলাম নেই সে আর, আর কখনো হাসবে না সে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



