আমাকে যে বাঁধবে ধরে, এই হবে যার সাধন----
সেকি অমনি হবে।
আমার কাছে পড়লে বাঁধা সেই হবে মোর বাঁধন-
সেকি অমনি হবে।।
কে আমারে ভরসা করে আনতে আপন বশে-
সেকি অমনি হবে।
আপনাকে সে করুক-না বশ, মজুক প্রেমের রসে-
সেকি অমনি হবে।
আমাকে যে কাঁদাবে তার ভাগ্যে আছে কাঁদন-
সেকি অমনি হবে।।
সর্বশেষ এডিট : ০৮ ই মে, ২০০৮ দুপুর ২:২৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



