"পলিও গ্রাফ" যন্রটি তৈরি করা হয়েছে
"অপরাধীদের কাছ থেকে সত্য কথা বের করার জন্য"।
কিন্তু তাই বলে মানুষকে কোটি টাকার জন্য প্রলুব্ধ করে তার ব্যাক্তিগত প্রশ্ন দ্বারা জর্জরিত করার কোন অর্থ হয় না।
প্রশ্নকরতেপারেন যে কাউকে তো আর জোর করে আনা হয়নি।হ্যাঁ তা ঠিক ।কিন্তু তাই বলে এতোই ব্যক্তিগত প্রশ্ন করার কোনোই মানে হয় না।ধরা গেল প্রশ্ন গুলো ওনারা করলেন,এবং অংশগ্রহনকারী ও উত্তর করলেন।কিন্তু তারপর ঐ ব্যক্তির সংসারে যেই ঝড় উঠবে তার কী হবে?
অনুষ্ঠান পরিচালকদেরউচিত এই ব্যাপারটি নিয়ে চিন্তা করা।কারন এই ভাবে একটি পরিবারের সাথে আরও কয়েকটি পরিবার নষ্ট হয়ে যাবে।এবং এর প্রেক্ষিতে দেখা যাবে ভারতের মানুষের সংসার ভাঙ্গার প্রবনতা বেড়ে যাবে এবংসামাজিক অবনতি ব্যাতীত কোন উন্নতি হবে না।
যেমন:- গতকাল মেয়ের,জামাতার সামনে মোঃ ইউসুফকে
যে প্রশ্ন গুলো করা হয়ছে তাকি কোন ভাবেই মানবিক হয়েছে কী না তা আপনারাই বিবেচনা করুন।যদি মনে করেন উপযুক্ত তাহলে তো কথাই নেই আর যদি মনে করেন যে উচিত হয়নি তাহলে জনমত গড়ে তোলার জন্য উপযুক্ত বাবস্থা নিন দয়াকরে।
আমিযখনএটি লিখছিতখনও"সাচ কা সামনা"দেখানো হচ্ছে।
এই যে মানুষের মধ্যে টাকার এক প্রকার লোভ দেখিয়ে তাকে সামাজিক ভাবে হেয়করা নিশ্চয়ই উচিত না।এর ফলে যে সংসার গুলো ভেঙ্গে যাবে যে মেয়ে বাবার সাথে সম্পর্ক চিরতরে শেষ করে দিবে তার দায় কী"সাচ কা সামনা"নেবে?
আপনি কী মনে করেন?

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




