ইতিহাস > সম্রাট অশোক কলিঙ্গ প্রজাতন্ত্র দখলে উদ্যোগী হন। খ্রীষ্টপূর্ব ২৬১ (মতান্তরে খ্রীষ্টপূর্ব ২৬৩) দয়া নদীর ধারে ধৌলি পাহাড়ের কাছে ভীষণ রক্তক্ষয়ী যুদ্ধ হয়। এই যুদ্ধে কলিঙ্গবাহিনীর ১,০০,০০০ সেনা ও মৌর্য সেনাবাহিনীর ১০,০০০ সেনা নিহত হয় ও অসংখ্য নর-নারী আহত হয়। যুদ্ধের এই বীভত্সতা সম্রাট অশোককে বিষাদগ্রস্থ করে তোলে। দু'দলের মধ্যে প্রচুর হতাহতের মধ্যে অশোক কলিঙ্গজয় করেন। তিনি যুদ্ধের পথত্যাগ করে তিনি বৌদ্ধধর্ম গ্রহণ করেন ও অহিংসার পথে সাম্রাজ্য পরিচালনের নীতি গ্রহণ করেন।
২০১৩ > ছাগুরা প্রজাতন্ত্রী বাংলাদেশ দখলে উদ্যোগী। সারাদেশে রক্তক্ষয়ী যুদ্ধ শুরু করেছে নিজের দেশ আর পতাকার বিরুদ্ধে। এই চলমান যুদ্ধের নিহতের সংখ্যা প্রতি নিয়তই বেড়ে চলেছে। টেলিভিশনে লাশের রক্তস্তুপ দেখে গোলাপী বিবি ব্যাপক উৎফুল্ল। উনার চাহিদা আর আকাঙ্খা একটাই ... ‘‘তোরা যে যা বলিস ভাই আমার সোনার হরিণ চাই’’
উপসংহার > নিজস্ব মন্তব্য দেয়ার মত ভাষা খুজে পাচ্ছি না। কারন রুচি হচ্ছে না... ওরা মানুষ না... পশু...
সূত্র > উইকিপিডিয়া, আমার চোখ আর আমার বিবেক
জাহিদ বাঙ্গালী ১৯-১১-১৪১৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





