সকাল বেলা যাত্রা শুরু করে সারাদিন নদীর বুকে কাটালাম। বুড়িগঙ্গা নদীর দুপাশ সুন্দর করে সাজালে অনেক পর্যটক কে এখানে আকর্ষণ করা যায়। নদীর পানির রঙ এখন কাল, বেশ গন্ধ এই নদীর পানিতে। আশা কি করা যায় না আমরা এই নদীকে ভালবেসে নদীকে আবার তাঁর জীবন ফিরিয়ে দিব। নদীতে বাচবে মাছ, সাতার কাটবে হাঁস, নদীতে চাষ হবে মাছের। মানুষ আনন্দ নিয়ে ঘুরে বেড়াবে রঙ বেরঙের নৌকায় চড়ে। থাকবে নদীর পারে ওয়াটার ওয়ার্ল্ড, শিশুরা সেখানে নদী দেখে দেখে খেলবে। সবাই এদেশের মানুষ একটু সময় কাটাবে এই ভালবাসার নদীর পারে। নদীর পারে থাকতে পারে ওয়াক ওয়ে, কবি সাহিত্যিকদের বসতে পারে আড্ডা এই নদীর পাড়ে। আরও কত কি যে হবে ভবিষ্যতের স্বপ্ন দ্রষ্টাদের অনুভূতি নিয়ে।
সাংহাই তে হংপু নদীতে রাতে ওরিয়েন্টাল পার্ল ক্রুজ এ কত মানুষ ঘুরে বেড়ায় নদীতে। সায়গনে সায়গন নদীতে ও তারা এ ধরনের ক্রুজ আয়োজন করেছে। আমরাও পারি টা করতে। সেই টাকা দিয়ে নদীর রূপ আরও ফেরানো সম্ভব। আমি সেই ভাবনা নিয়ে গোধূলি বেলায় কিছু ছবি তুলেছিলাম। আমার ভাল লাগাটা তাই আপনাদের সবার মাঝে ছড়িয়ে দিলাম।
হে নদী তুমি আবার বেঁচে ফিরে আস, আমাদের ভালবাসা নিয়ে