বেলাজিও হোটেল এন্ড ক্যাসিনোর সবচেয়ে বড় আকর্ষণ হল এর বিশ্ব-বিখ্যাত ওয়াটার এবং লাইট শো। এই শো বিশাল ৮ একর এলাকার পুলের মধ্যে হয়। এটা বানাতে ৪০ মিলিয়ন ডলার খরচ হয়েছে বলে জানা যায়। সব বয়সীদের জন্য মনোমুগ্ধকর দৃশ্য তৈরি করতে এখানে ৪৫০০ টি লাইট এবং ১২০০ টিউব ব্যবহার করা হয়েছে, যেগুলো দিয়ে ফোয়ারার মত পানি উঠে। শোটি রাতে ৫০০০ওয়াটের বেশি আলো দিয়ে আলোকিত হয়। বিকাল ৩টা থেকে প্রতি ৩০ মিনিট অন্তর ঝর্ণাগুলো বন্ধ হয়ে যায়। সাপ্তাহিক ছুটির দিনে সন্ধ্যা ৭ টা থেকে প্রতি ১৫ মিনিটে পর পর মধ্যরাত পর্যন্ত এই দৃশ্য দেখা যায়।
আরেকটি হাইলাইট হল ক্যাসিনোর লবি, যার কেন্দ্রবিন্দু হল ফিওরি ডি কোমো। আমেরিকান বিখ্যাত শিল্পী ডেল চিহুলি ২০০০ টেকনিকালার কাঁচের ফুল দিয়ে হাতে ভাস্কর্য বানিয়েছে যা এখন রিসিপশানের ছাদ থেকে ঝুলছে। ঘুরতে ঘুরতে সন্ধ্যা হয় হয়, রোজা রেখেছিলাম তাই ইফতার করার জন্য বের হলাম। রাইজিং ক্রেন ফাস্ট ফুডে ইফতার করলাম। এর আগে এই ফাস্ট ফুড চেইনে কখনও খাইনি।
লাস ভেগাসে আসার পথে ঠিক করলাম ডেভিড কপার ফিল্ডের ম্যাজিক শো দেখব। তবে টিকেট পাব কিনা সে বিষয়ে সন্দেহ ছিল। অনেক সময় বেশ কয়েক সপ্তাহ আগে টিকেট বিক্রি হয়ে যায়। আমরা কাকতালীয় ভাবে টিকেট পেয়ে গেলাম। রাতে ডেভিড কপার ফিল্ডের ম্যাজিক শো দেখলাম সাড়ে নটার সময়। ভেতরে ঢোকার পর আমাদেরকে বেশ ভাল একটা সিটে আপগ্রেড করে দিল। গল্প এবং রহস্যে ভরা, এই পুরস্কার বিজয়ীর ম্যাজিক শো প্রাপ্ত বয়স্ক এবং বাচ্চাদের উভয়ের জন্যই আনন্দ দায়ক। দারুন ভাল লাগল এই শো। রাতে শো দেখে হোটেলে ফিরে এলাম। এখানে ও জমজমাট ক্যাসিনো। রাতের লাস ভেগাস ঘুমায় না।
সর্বশেষ এডিট : ২২ শে জুন, ২০২৪ সকাল ১১:৫৪