তিনটার পর আমরা সাদা পাথরের রাজ্য দেখার জন্য সিলেটের ভোলাগঞ্জের উদ্দেশে রওয়ানা হলাম। ভারতের সীমান্তের কাছে এই পাথরের রাজ্য।
সেখানে গিয়ে একটা নৌকা ভাড়া করে রওয়ানা দিলাম। আমাদের নৌকা একটা বাঁক নিয়ে আমাদেরকে সাদা পাথরের এলাকায় নামিয়ে দিল। সূর্যের তেজ তখন কমে আসছিল। বালুর উপর দিয়ে বেশ কিছু দুর পথ হেঁটে আমরা সাদা পাথরের এলাকায় পৌছালাম। আমার কাছে বিছানাকান্দি’র পাথরের রাজ্য এর চেয়ে বেশী ভাল লেগেছিল। দূরে ভারতের পাহাড়। সীমান্তের কাঁটা তার ও সীমান্তের গেইট দেখা যায়।
বালুর উপর দিয়ে অনেকে ঘোড়ায় চরে ঘুরছে, ছবি তুলছে। সাদা পাথর এলাকায় অস্থায়ী দোকান দিয়ে বসেছে অনেক দোকানদার। এই সীমান্ত দিয়ে কিছু আসে না তাই অন্য জায়গা থেকে আনা ভারতীয় জিনিসপত্র এখানে বিক্রি করে, দাম সেজন্য একটু বেশী।
সাদা পাথরের এলাকায় সূর্য ডোবার দৃশ্য অপূর্ব। বালুর উপর বিছিয়ে রাখা বিচ বেডে আয়েস করে শুয়ে কিংবা পানির উপর থাকা পাথরে বসে পর্যটকরা সূর্যাস্ত দেখছে।
সূর্য ডুবে গেলে আমরা ফিরতি পথ ধরি। বিকেলের কিছু সময় প্রকৃতির মাঝে হারিয়ে কাটাই।
সর্বশেষ এডিট : ১৫ ই ফেব্রুয়ারি, ২০২৫ রাত ১০:৫৯