একবার গনভবনের সামনের রাস্তায় রিক্সা করে যাচ্ছিলাম তিন জনে। হঠাৎ কয়েকজন তরুণের দল আমাদের উদ্দেশ্য করে নানা অঙ্গ-ভঙ্গি করতে লাগলো। উদ্দেশ্য কি জানি না, তবে নিষ্কলুশ মজা ণেয়া সেটা বেশ ভালই বুঝতে পেরেছিলাম। রিক্সাটা খুব কাছ দিয়ে যাবার সময় তাদের একজন হাত পিস্তলের মত করে ওয়েস্টার্ণ স্টাইলে "গুলি" করলো আমাদের দিকে। বাকি দুজন চোখ বড় করে তাকালেও আমি মজা করার জন্যই "গুলি আমার বুকে লেগেছে রে" ভাব ধরে জিভে কামড় দিয়ে হেলে পড়লাম বান্ধবীদের ঘাড়ে!
তরুণের দল হাসলেও "শু্যটার" ছেলেটি হতভম্ব হয়ে গিয়েছিল ঘটনার আকষ্মিকতায়। আজ কেন যেন মনে পড়ছে ঘটনাটার কথা খুব করে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


