না হয় তোমার সকাল আমার রাত
রাতের বুক ফেড়ে হারিয়ে যায় নাগরিক রেল গাড়ি
জাগতিক সব দায়িত্ব মানার উৎপাত
ছাপিয়ে আলতো টোকা দেয় কোন স্বপ্নের বাড়ি!
সব কটা জানালা খোলা তার
দখিনা বাতাসে ওড়ে আটপৌরে শাড়ি
ঘেমে ওঠা বিছানার চাদর আর
গরম চায়ে , ুউঠে পড়ো, তাড়াতাড়িু !
ছোট ছোট কষ্ট ব্যথা গুলো
বেলুন বেধে উড়িয়ে দেওয়া সুদূর নীলে
টুকরো টুকরো খুশির রঙিন তুলো
পড়ছে ঝরে তোমার আমার নয়ন ঝিলে !

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


