বিগত ৪৫টা পোস্টের মাঝে ৪৪টায় মোট কমেন্ট হইলো গিয়া মোটে ১৭৮ টি । এর অনেকগুলাতেই অবশ্য পোস্ট দাতার নিজেরও কমেন্ট আছে । তবু সবগুলারে হিসাব করলে
গড় দাড়ায় গিয়া প্রায় ৪টা কমেন্ট ।
হায় হায় , মাত্র ৪টা করে কমেন্ট প্রত্যেক পোস্টে ।
ব্লগ যে স্থবির তার উৎকৃষ্ট প্রমান তো হইয়া যাইতেছে ।
আপনার করেন কি হে রাজকার ছাগু বৃন্দ । শুধু সবগুলো নিকে লগইন করলে হবে না , সবগুলো নিক থেকে কমেন্টও করুন , নইলে যে থলের বেড়াল বাইরাইয়া যাইবে ।
চতূরভূজ আপার পোস্টে অবশ্য বহুত কমেন্ট পড়ছে , মোট ২১ জন কমেন্ট করেছেন । আপার জবাব সহ সেটা দাড়াইছে গিয়া ৪৮টা কমেন্টে ।
আপা বেশি বেশি করে লিখুন , কমেন্ট নিন । ব্লগরে শান্ত দেখাইবার সুযোগ হাতছাড়া কইরেন না ।
সুস্থ ধারার ব্লগাররা দয়াকরে মৌলিক লেখালেখি থেকে বিরত থাকুন । সহব্লগারদেরকে অযাচিত ভাবে ব্যান রেখে আমরা ব্লগিং করতে পারি না । মৌলিক লেখা বন্ধ থাকবে । কর্তৃপক্ষের পদক্ষেপ ছাড়া মৌলিক লেখা চলবে না ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


