অত্যন্ত সুচিন্তিত, সুবুদ্ধিজাত, সুরচিত পোস্ট ।
এই পোস্টটা স্টিকি করা উচিত। কর্তৃপক্ষকে সুপারিশ করার জন্য মাহবুব মোরশেদকে অনুরোধ জানাই
সারওয়ার ভাই চতুরভুজকেও অনুরোধ জানাতে পারেন । উনিও শুনেছি খুব ক্ষমতাবান ।
সারওয়ার ভাইয়ের পোস্ট না পড়লে একদমই ভালো লাগে না। কি লিখছেন তারচেয়ে বড় বিষয় তিনি লিখছেন।
হাবিব মহাজন ও ত্রিভুজের বিদায়ের পর আমরা সারোয়ার ভাইকে পেয়েছি। আশারাখি এ মাসেই তার হিট একলাখে পৌছে দেব ইনশাল্লাহ
আকন্দকাকুর পরে তিনিই ব্লগের সবচেয়ে হিটম্যান।
যেকোন ধরনের পোস্ট লিখলেই হয় না । সেই পোস্টের সাথে ঋদ্ধ জ্ঞানের সন্নিবেশ থাকতে হয় । সারওয়ার ভাইয়ের পোস্টগুলো সে অর্থে তুলনাহীন।
সারোয়ার ভাইর পোস্ট একইসঙ্গে সমকালীন চিন্তাবিদদের চিন্তার দীনতা তুলে ধরে। পড়ার পর অনেকক্ষণ বিবশ থাকতে হয়। তারপর মনের মধ্যে নানা অনুভূতি খেলা করে। কারো ধনাত্মক, কারো রিনাত্মক। এই যে পাঠকের মধ্যে নানা ধরণের অনুভুতির বিস্তার সৃষ্টি করতে পারা, এটা পাকা হাত ছাড়া একদমই সম্ভব নয়। সারোয়ার চৌধুরী সে অর্থে এই মিলেনিয়ামের সেরা পোস্টারদের একজন
অসাধারণ প্রস্তাবনা ও বিশ্লেষণ।
লেখককে এইজন্যে নোবেল পুরস্কার প্রদান করা হোক।
ইংরেজি হালাল গালিসমূহ যেমন, ব্লাডি বাস্টার্ড, সম্পর্কে লেখককে আরো গভীরভাবে লেখার অনুরোধ জানাই।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


