সংক্ষিপ্ত সংলাপ - ৪৯ (যুগল)
(আপনাদের ভালবাসার পথ ধীরে ধীরে বিস্তৃত হলো, আর এ পথেই এগিয়ে চলছে এই সংক্ষিপ্ত সংলাপ। আজ এই ৫০ তম সংক্ষিপ্ত সংলাপের কৃতিত্ব আপনাদের, আর আপনাদের আশা পূরণের কাজটুকু করার পরিশ্রমটুকু শুধু আমার; এতটুকু প্রপ্তিতেই আমি সুখী)
: ও পথিক...
: বলো
: উদ্দেশ্য কোথায়?
: একলা চলায় উদ্দেশ্য থাকেনা
: লক্ষ্যভ্রষ্ট?
: না, লক্ষ্যহীন।
: লক্ষ্য ছিলোনা কোন কালে?
: এখনো আছে
: তবে লক্ষ্য লয়েই লক্ষ্যহীন!
: লক্ষ্য আছে তারে দিবো লক্ষ্যস্থির এর দায়
: মিলে নাই তার দেখা?
: তবে কি লক্ষ্যহীন বলি!
: সুখেই আছো!
: সুখে থাকবো, এ যে সুখীমানুষের পণ!
: কেন মিলে নাই তারে?
: আমিও পাইনি, সেও লয়নি চিনে!
: যুগল পথে যুক্ত থাকে আশাহত'র দুঃখ
: আশা তো করিনা!
: কেন?
: সুখীমানুষের আশা করা মানা
: কখন থামবে পথচলা?
: থামবেনা তো!
: তবে?
: হয়ত লক্ষ্যহীন নয়ত লক্ষ্য যুক্ত হবে।
: তবু কি শেষ হয়না সব কিছু'র?
: মরে গেলে?!
: সেই ধরো..
: সুখীমানুষ মরেনা, তোমাদের হৃদয় পথে নিত্য তার আনাগোনা রবে।
২৩-১০-০৮, ঢাকা

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




