দেশের স্বার্থ পরিপন্থী কিছু যদি সংবিধানে থাকে তা সম্মিলিতভাবে সংশোধন করতে হবে। দুষ্ট আইজদ্দির অধীনে কখনো নির্বাচন হতে দেয় উচিত নয়। এ ক্ষেত্রে লগি বৈঠার শক্তি প্রয়োজন, প্রয়োজন আরও একটি স্বাধীনতা যুদ্ধের। মনে রাখতে হবে দেশের জন্য সংবিধান, সংবিধানের জন্য দেশ নয়। পাকিস্থান আমলেও সংবিধান লঙ্ঘন করে আমাদের দেশের স্বাধীনতা ছিনিয়ে এনেছিল আমাদের পূর্বসূরি দামাল ছেলেরা (মেয়েরাসহ)। তাই অন্যায়ের কোন প্রশ্রয় দেয়া হবে না এই দেশে।
জাগো বাঙ্গালি, জাগো।
লগি ধরো, বৈঠা ধর
বাংলাদেশ স্বাধীন কর।
আমার আত্ম বিশ্বাস -যেটা হবেই হবেঃ
আইজদ্দি বিহীন নির্বাচন, নতুন ভোটার লিস্ট।
(আইজদ্দি সাধারণ পাবলিক হয়ে থাকবে।)
সর্বশেষ এডিট : ১২ ই নভেম্বর, ২০০৬ বিকাল ৫:১৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



