আলোয় ফিরে প্রশ্ন রেখেছি,
দিয়েও দিলে না, কাংখিত উত্তর!
বাতায়ন ধরে নির্বাক অপেক্ষায়;
ইন্দ্র, কেন তুমি নিরুত্তর!
সরল কথোপকথনে ভাল লাগায় তুমি,
লাজুক হয়ে যাই দীনতায়!
মন্ত্রমুগ্ধতা থেকে যায় চোখে-মুখে,
প্রিয়ংবদা হয়েও, হারিয়ে যায়।
নতজানু হয়ে প্রণয় খুঁজেছি,
নয় স্বপ্নে, নয় ছলাকলায়! (একাংশ)
সর্বশেষ এডিট : ০২ রা অক্টোবর, ২০১৬ রাত ১২:৩৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



