অদৃশ্য কষ্ঠ
শুভেচ্ছা দত্ত
এই ক্ষুদ্র মনে, ক্ষুদ্র জীবনে,
কি রয়েছে সর্বক্ষনে।
দেখিতে চাহেনা কেউ, বুঝিতে চাহেনা কেউ
আমাকে কি ভালবাসবে না কোনদিন কেউ?
মরিচিকার মত আমি,
কারও কাছে যেতে পারি না আমি
যদি আমার স্পর্শে, আমার ভালোবাসায়
সবকিছু মরুভূমি হয়ে যায়।
ঘরে বাইরে দুঃখ নিয়ে,
কত যাব সামনে এগিয়ে
কতদিন আমি মানুষের মনে
আনন্দ দিয়ে যাব সর্বক্ষনে।।
হয়তো এত দুঃখ কষ্টে,
গুঁমড়ে মরি এখন আমি
সর্ব সম্মুখে চলে যাব
আটকাতে পারবেনা কেউ তখন।
কতদিন আমি ভেতরে দুঃখ
বাহিয়ে হাসি দিয়ে
ঠকিয়ে যাব পৃথিবীর সবকটি মানুষ।
১৪ কোটি মানুষের পৃথিবীতে
কেউ কি পারে না নিয়ে যেতে
দূর অজান্তে ভালবাসার নীলাভূমি।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



