মেঘলা আকাশে যখন সূর্য উঁকি দেয়
তখন মনের অন্ধকার ডেকে যায়
আবার যখন সূর্যে আলো চলে যায়
তখন মনটা অন্ধকারের মতো কালো হয়ে যায়
শুধু অশ্র“সিক্ত চোখে অন্ধকারের রূপকে দেখা
মনের অন্ধকার দূর হবার আশংকা জাগে মনের মধ্যে
কখন মনের সূর্য সেই স্থানে এসে
অশ্র“সিক্ত দু’ নয়ন হাস্যমুখর করবে
সবাই তার মনের অন্ধকার দূর করা নিয়ে থাকে ব্যস্ত
কিন্তু তারা বুঝে না তাদের আলোর সূর্য চায় না তাদের কাছে আসতে
তাদের যে অশ্র“সিক্ত নয়ন সবার মতো ভালো লাগে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



