চকচকে আইফোন কিংবা আইপ্যাড না, বরং প্রথমবারের মত গ্রাফিকাল ইউজার ইন্টারফেস সমেত পিসি (মাউস ওয়ালা পিসি) নিয়ে আসার জন্যই জবসকে আমার ভালো লাগে। মুভি প্রেমিক হিসাবে আরেকটা যেটার কথা ভুলতে পারবো না তা হলো পিক্সার এনিমেশন স্টুডিও আর তার ঝলমলে সব এনিমেটেড মুভি।

প্রথমদিকের পিক্সার টিম।
এই স্টিভ না থাকলে ... .. .

খেলনাগুলো খেলনা হয়েই ঘরের কোনায় পড়ে থাকতো

পোকামাকড়দের জীবন বলে কিছু থাকতো না

ভূতগুলাকে সবসময়েই ভয়ংকর লাগতো

নিমোকে খুজে পাওয়া যেতো না

সুপারহিরোগুলা অফিসে বসে একাউনটেন্টের কাজ করতো

গাড়িগুলাও চলতে পারতো না

বাবুর্চি ইদুরের দেখা পেতাম না

রোবটরা ভালোবাসতে পারতো না

৭৮ বছরের বুড়ো কার্ল জীবনের শেষ ইচ্ছা পূরন করতে পারতো না
অসাধারন মোরাল/পান্চ লাইন ওয়ালা এসব মুভির একএকটা ক্যারেক্টার মনে রাখার মত। মাঝে মাঝে অবাক হয়ে যাই কিভাবে মানুষকে হার মানানো এত এক্সপ্রেশন দিতে পারে এইসব কম্পিউটারাইজড চরিত্রগুলা!!
অনেক ধন্যবাদ স্টিভ!! ওয়েল ডান।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




