ঢাকা শহরের ছোট্ট একটি চাকরির সুবাদে প্রায়ই একটু রাত করে বাসায় ফিরতে হয়। আজ একটু আগেই বের হলাম ঘড়ির দিকে তাকিয়ে দেখি কেবল ৮.৩০। বনানী থেকে উত্তরায় বাসায় ফিরব বলে বাস স্টপেজ এর দিকে যাচ্ছি।
পথি মধ্যে নানা জনের নানা কথা, নানা চিন্তায় দূরত্বটুকু পার হয়ে যায় নিত্য। পথের পাশে বেশী মেকাপ করা রমনীর সাথে কথা বলছে এক যুবক যতটুকু শুনতে পাওয়া যাচ্ছে তা হল, " সমস্যা নেই আমার ফ্লাটেই যাওয়া যাক । তখনও ভাবি নাই এগুলো ব্লগে লিখব । একটু সামনে যেতেই দেখি এক স্মার্ট প্রেমিক যুবক ফোনে কথা বলতে বলতে ছোট ছোট পায়ে এগুচ্ছে । কৌতহলে আমার কান খাড়া । শুনতে পেলাম, " জান সমস্যা নেই কাল তো আমার ফ্লাট খালিই!"
প্রিয় পাঠক, কাকতালিয় ভাবে যদি কারো ঘটনার সাথে মিলে যায়, তবে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।
কিন্তু পাঠকের কাছে আমার ২টি প্রশ্ন:
১. উপরোক্ত ২টি ঘটনার মধ্যে কোনটি সমর্থন যোগ্য ?
২. সমস্যা নেই কার ? আমার ? আপনার ? নাকি এই সমাজের ??

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




