তোমার জলে স্নান করবো বলে বসে ছিলাম সেদিন
কিন্তু তুমি এলে না।
তোমকে ঈশ্বরের সাতটি স্বর্গের সন্ধান দেবো বলে বসে ছিলাম সেদিন
কিন্তু তুমি এলে না।
তোমাকে দুশো গোলাপ আর একশ রজনীগন্ধা দেবো বলে বসে ছিলাম সেদিন
কিন্তু তুমি এলে না।
তোমার সংগে সবুজ ঘাসের বিচালিতে গল্প করবো বলে বসে ছিলাম সেদিন
কিন্তু তুমি এলে না।
তোমাকে বাবুই পাখির বাসা বানিয়ে দেবো বলে বসে ছিলাম সেদিন
কিন্তু তুমি এলে না।
তোমার স্বপ্ন কান্না আর ভালবাসার অংশীদার হবো বলে বসে ছিলাম সেদিন
কিন্তু তুমি এলে না।
তোমাকে ফুলের প্রজননের গল্প শোনাবো বলে বসে ছিলাম সেদিন
কিন্তু তুমি এলে না।
তোমাকে জলের বুকে ছবি আঁকা শেখাবো বলে বসে ছিলাম সেদিন
কিন্তু তুমি এলে না।
সর্বশেষ এডিট : ০৮ ই অক্টোবর, ২০১৮ দুপুর ১:৫২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




