
এতে করে প্রতিদিনের শত শত শব্দ প্রকাশ না পেয়েই চেপে যায়।
চেপে যাওয়া কথা গুলো বেশিরভাগ সময়ই কষ্টকল্পিত অথবা অপ্রকাশ্যই হয়ে থাকে।
জমে থাকা কথাগুলো হয়তো সারাদিনের ক্লান্তি শেষে তার লুকানো ডায়েরিতে জায়গা পায় অথবা আধুনিক সমাজের সোশ্যাল মিডিয়ার অখ্যাত কোন কবির কবিতায়!
যেভাবেই হোক, না বলা কথাগুলো একবার প্রকাশ পেয়ে গেলে মানুষটা হালকা হয়ে যায়।
কিন্ত কোন ভাবেই প্রকাশ করতে না পারা মানুষটা নিজেকে নিয়ে খুব বিচলিত হয়ে পরে।
না পারে নিজেকে কারো কাছে বুঝিয়ে উঠতে, না পারে মনের চাপা কথা কাউকে খুলে বলতে!
একটা সময়ে মানুষ একা হয়ে যেতে চায়! ধীরে ধীরে একা হতেও থাকে। তারপরই নেমে আসে নিজের উপর বিরক্তি। আর শেষে, মনের মধ্যে জন্ম নিতে থাকে এই রূপকথার মায়া জড়ানো পৃথিবী ত্যাগ করার তীব্র ইচ্ছা…
লিখাঃ তুষার দাস শুভ ও শাকিল আহমেদ
সর্বশেষ এডিট : ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২৩ বিকাল ৩:১৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




