যে শহরে আমরা থাকতাম, সেখানের প্রতিটা চা-মামার দোকানের চায়ের কাপগুলোও একটা সময় হয়তোবা মিস করবে আমাদের!
এক-কাপ চা সাথে কোটি টাকার আবেগ মাখা মুহুর্তেরাও হয়তো হৃদয় খুলে গল্প করার আক্ষেপ করবে।
চেনা সুরগুলো মিলিয়ে যাবে দমকা হাওয়ার সাথে।
আমরা শুধুমাত্র একটা পড়ে ফেলা বইয়ের পৃষ্ঠার মতো রয়ে যাবো বুকসেল্ফে!
শীতের পরে বসন্ত আসবে, পৃথিবী সাজবে নতুন রুপে।
আমাদের আর ফেরা হবেনা বসন্তের কোন আয়োজনে।
সময়গুলো একেকটা জীবন্ত উপন্যাস হয়ে থেকে যায় কোলাহল জুড়ে। মুহুর্তগুলো ফ্যাকাসে হয় ব্যস্ততার ভীড়ে, আর ফিরে আসেনা শত নিমন্ত্রনেও!
আমরা শহর ভুলে নিজেকে খুঁজতে থাকি মানুষের দীর্ঘ লাইনে! কে মানুষ! আমি? আমরা? কোথায় মানুষ!!!
তবুও, জীবন যাপনের শব্দ আমাদেরকে নিঃসঙ্গতা উপহার দেয় বারংবার!
আচ্ছা, পৃথিবীতে কি কেবল ফেলে আসা সময়গুলো বেইমানী করে? তুমি করো নাহ???
স্টেটাসঃ তুষার দাস শুভ ,সম্পাদনাঃ শাকিল আহমেদ

সর্বশেষ এডিট : ১১ ই ফেব্রুয়ারি, ২০২৩ রাত ১:০৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




