-------

সেই কবে আমার ছাদে চায়ের নিমন্ত্রন দিয়েছিলাম তোমাকে।
আসলেও না, পত্রের উত্তরে কিছু জানালেও না।
এদিকে তখন সব কাটগোলাপ ঝরে গিয়েছিলো তোমার আগমনের অপেক্ষায় থেকে...
তারা কোন কাজে লাগেনি সেবার। তোমার পছন্দের বলে কাউকে ছুঁ'তে দেইনা একটা ফুল ওঁ।
ফুলগুলো রাগ করবে না বুঝি? কি এমন হয়ে যেত আসলে? কি কারণে আসতে পারোনি, অন্তত সেটুকু লিখতে পারতে আমার ঠিকানায়!
বন্ধু ভেবে না হয় না এলে, নিমন্ত্রন রক্ষার জন্য হলেও কি আসতে পারতে না?
এবারও একই নিমন্ত্রন পত্র আবার নতুন করে তোমায় লিখলাম
সাথে কাঠগোলাপের ২টা পাপড়িও দিয়ে দিলাম।
এবার আর ফুল গুলোকে রাগ করতে দিও না...
ছেলে-মেয়ে গুলোও তোমাকে দেখতে পেলে খুব খুশি হবে।
সকাল-সন্ধ্যে শুধু 'মা এর কাছে নিয়ে যাও' বলে বায়না ধরে!
শরীরটাও আজকাল খুব একটা ভালো যাচ্ছেনা!
হঠাৎ একদিন দেখবে আমি নিজেই চলে এসেছি তোমার কাছে!
মায়ায় পড়ে গেছি তোমার ছেলে-মেয়ে গুলোর। আমি ছাড়া যে আর কেউ নেই ওদের...
আচ্ছা, তুমি কি মেঘে মেঘে ভেসে বেড়াও? কোন মেঘের ঠিকানায় চিঠি পাঠাবো? ঠিকানাটাও সঠিক দেওনি! আমার হয়তো যাবার সময় হয়ে এসেছে। আমাকে নিমন্ত্রণ দিও, তোমার চিঠির অপেক্ষায় রইলাম কিন্তু!....
--------------------------------------------------------------------------
লেখাঃ তুষার দাস শুভ
সম্পাদনাঃ শাকিল আহমেদ
সর্বশেষ এডিট : ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৩ সকাল ১০:১৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




