(বিঃদ্রঃ ইহা একটা সম্পুর্ন অডিও-ভিডিও সমৃদ্ধ টিঊটোরিয়াল পোস্ট। এই পোষ্ট পড়লে মাথায় ঠাডা পরলেও এই জীবনে ভুলবেন না ক্যাম্নে ইস্টাইল কইরা শাড়ি পরতে হয়। :!> :#>
পরথমে শুরু করতেছি ফটু পোস্ট দিয়া। হের পর শুরু হইবো ভিড্যু।
ঈদের বাজারে ইন্ডিয়ান নায়িকাদের বেখাপ্পা ড্রেসের যুগে আমাগো শাড়িও যে কত রোমান্টিক হইবার পারে সেই জন্য এই পুস্টটা লিখলাম। দেশি পন্য যারা কিনে ধন্য, তা হো লাইগা আমার এই নয় ধাপের ফটুক পোষ্ট... “হাউ ঠু অয়ার অ্যা শাড়ি ডিসেন্টলি”।
১। পরথমে আপনার জুতার হাইট নিয়া চিন্তা করুন। চটি (?) পরবেন নাকি হিল?? হিল হইলে আপনে এক বিঘাত বেশি সুযোগ পাইবেন শাড়ির অধঃপতনের জন্য; মানে কোমর থেকে শাড়ি একটু নামাইয়া পড়তে পারবেন।
২। পুরা শাড়ি আপনার পায়ের কাছে রেখে এক মাথা হাতে তুলুন।
৩। এরপর ত্যানা প্যাচানোর মতন খালি ঘুরাইতে থাকুন কোমর জড়িয়ে, যতক্ষন না ১২ হাতের শাড়ি ৪ হাতে নেমে না আসে। আবার দেইখেন পুরাটা প্যাচাইয়া ফেইলেন না।
৪। যখন দেখলেন ৪ হাত সাড়ি হাতে আছে, তখন কোমরে গোজাগুজি শুরু করে দেন, যেন খুইল্লা না পড়ে।
৫। কোমড়ের বাম পাশে শাড়ি ভালো কইরা গুইজা সামনের কুঁচির জন্য প্রস্তুত হন।
৬। নিচের ছবির মতন আঙ্গুলের পজিশন নিয়ে কুচি মারা শুরু করুন।
৭। কুচি হইয়া গেলে নাদান আপুরা এইখানে একটা সেফটিপিন মারতে পারেন। তাইলে কুচি সেইফ থাকবো। :#>
৮। এরপর কোমরের চারপাশ দিয়া আরেকটা প্যাচ দিয়া কাঁধের উপর নিয়া আসেন। :!> :#>
৯। ফাইনালি আরেকটা সেফটিপিন ইউজ করতে পারেন আকস্মিক আঁচলের অধঃপতন রোধের জন্য।
এই তো হয়ে গেলো পৃথিবীর সহজতম উপায়ে শাড়ি পরা।
_______________________________________________
আর ব্লগের ইস্টাইলিশ লুতুপুতু আপুদের জন্য এই মেগা ভিড্যু পোষ্ট নিয়া আসলাম, কিভাবে রঙ্গে ঢঙ্গে নানা ভাবে নানা ধরনের শাড়ি পড়তে হয়।
১। নিভি স্টাইল
২। রাজস্থানী স্টাইল
৩। বাসল স্টাইল
৪। মারমেইড স্টাইল
৫। ফিশার উম্যান স্টাইল
৬। রাজরানী স্টাইল
৭। রাজরানী গুজরাটি স্টাইল
৮। বাঙ্গালী দুই পাড় স্টাইল
৯। হিপহপ স্টাইল
১০। কক্টেইল টুইস্ট স্টাইল
১১। ডাইন্সিং স্টাইল
১২। ওডিসি ফিশ টেইল স্টাইল
১৩। বাটারফ্লাই স্টাইল
১৪। স্কার্ট স্টাইল
১৫। র্যাম্প মডেল স্টাইল
টায়ার্ড হইয়া গেছি।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


