কোনো রকম পেমেন্ট ছাড়াই ব্লগগুলোতে দলীয় কাজকর্ম চালাতে গিয়ে ক্রীতব্লগারদের অসন্তোষ ক্রমেই বেড়ে চলেছে।
পাঠক বলেছেন: আমরাই কিছুটা অর্থে ছাগল, ওরা মগবাজার থেকে টাকা পাইয়া পোস্ট করে আর আমরা কোনও টাকা ছাড়াই মাইনাস মারি , কিছু টাকা মগবাজার থিকা মাইনাস মারার জন্য বন্দোবস্ত করা যায় না ?
অথচ, ড. আবুল বারাকাতকে মৌলবাদ বিরোধী প্রোপাগান্ডা ও গবেষণার জন্য প্রচুর টাকা দেয়া হয়েছে। প্লিজ আপনি নিজেই সব সাবাড় করে দিবেন না। ভাগাভাগি করে খান।
তাছাড়া আপনার ব্লগারেরা সব আপনার মতই ছাগলামি পোস্ট দেয়, গাধামি কমেন্ট করে যা উল্টো তাদের জন্য বুমেরাং হয়ে যায়। এতো টাকা খরচ করা হচ্ছে, অথচ, ভালো ব্লগার দিচ্ছেন না কেন? সব কাইট্যা ফালাইবো, কোপা মারবো, পুটকী মারবো এসব কমেন্ট। হাজাররি কিলিং স্কোয়াডের লোকজনকে ব্লগে ঢোকাতে কে বলেছে আপনাকে? টানবাজার থেকেও কিছু এনছেন নাকি? আপনার এই দোষটা গেলো না।
এদিকে প্রশিকার কাজী ফারুককে যে টাকা দেয়া হয়েছিল, তার হিসাবও সে দিচ্ছে না। বেশী ঘাওড়ামি করলে দুদককে দিয়ে শায়েস্তা করা হবে।
সর্বশেষ এডিট : ১৭ ই মে, ২০০৮ বিকাল ৩:৩৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




