ইদানিং সব কিছু ফাঁস হয়ে যাচ্ছে।শুধু বাংলাদেশেই নয় সারা বিশ্বে।ফোনে আড়ি পাতার খবর ফাঁস হল।শেখ হাসিনা আর খালেদা জিয়ার ফোনালাপ ফাঁস হয়েছে।ট্রাইবুনাল থেকে রায়ের কপি ফাঁস হয়ে যাচ্ছে।প্রভা আপুর ভিডিও ফাঁস হয়েছে তারও আগে।হুমায়ূন আজাদের ভাষায় বলতে হয় সবকিছু ফাঁসের অধিকারে যাবে।তবে এই ফাঁস গলার ফাঁস নয়।এতে কারও মরবার সম্ভাবনা নাই।
এদিকে গতকাল রাতে কিউই পাখির বারবিকিউ বানানো বাংলাদেশের বিধ্বংসী ফাস্ট বোলার রুবেলের হ্যাটট্রিক রহস্য ফাঁস হয়য়ে গেছে।তবে এটি ফাঁস হয়েছে অবিশ্বস্ত ও গুজব নির্ভর এককটি সূত্র থেকে।তথ্যমন্ত্রী এই ফাঁসের দায়-দায়িত্ব নিতে অপারগতা জানিয়েছেন।তাতে কি??? বাঙালী তো গুজবি ভাতের মত গিলে।
বাংলাদেশ ক্রিকেট দলের যেন বিয়ে আর বাগদানের হিড়িক পড়েছে।সাকিব সুন্দরী মেয়ে পেল…তামিমও কম অপ্সরী পায় নাই।মাহমুদুল্লাহ ও শফিউলও কাজ সারসে আগে।গাজীর বেটাও কম যায় না।মুশফিকও বাগদান সারল।এদিকে গায়ের রং কিঞ্চিৎ কালো বলে রুবেল পাত্তা পাচ্ছিল না।বাংলার আপু –সমাজ তার দিকে নজর দিচ্ছিল না।সবাই বলত মাশরাফি দলে ফিরলে,আল-আমিন পরিনত হইলে আর শফিউল ফিট থাকলে রুবেলকে স্টেডিয়ামের বাইরে পপকর্ন বেঁচতে হবে।সবাই তাকে বাংলাদেশ ক্রিকেট দলে দুধ ভাত হিসেবে গন্য করত।
এদিকে অবিশ্বস্ত সূত্র জানায়…রুবেলের পরিবার তাকে বিয়ে করাবে না বলে বদ্ধ-পরিকর।পপকর্নের গাড়ি কেনার জন্য তিনি ইতোমধ্যে ব্যাংক থেকে চড়া সুদে ঋণ নিয়েছেন বলেও জানা গেছে।উনার একটি কিডনীও বেচার পরিকল্পনা ছিল বলে লুল সূত্রে জানা যায়।কিন্তু রিয়াদ ভাইয়ের আরেকটা শালি তার দিকে বিয়ে বাড়িতে দেখে একটু হেসেছিল।আর ঐ হাসি দেখেই রুবেল গতকাল ব্ল্যাক ক্যাটস দের কিমা বানিয়ে ফেলেছে বলে জানা গেছে।রুবেল অবশ্যই এই বিষয়ে কোন কিছু বলতে রাজি হয় নাই।
হাইরে নারীর হাসি।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


