যখন তোমার বয়স হবে সত্তুর বা আশি
তুই কি আর হবি তখন আমার কাছে বাসি???
হয়তো তখন থাকবে পড়ে অগাধ অলস সময়
স্মৃতির অনেক জানলা খুলে ভাবব নয় আর ছয়।
তখন তুইও বুড়িয়ে যাবি থাকবে না তোর দাঁত
আমার কোমড় মচকে যাবে, হাঁটুতে ধরবে বাত।
লাখো রোগ বাঁধবে বাসা, বুক আর ঐ পেটে
ব্লাড-প্রেশার উঠবে অনেক স্কেল রেটে।
তখনও কি তোর ব্লক লিস্টে থাকবে আমার নাম
পুরোন সব চিঠিগুলো হয়েই রবে খাম??
এমনও তো হতে পারে একজন যাবো মরে
জানবও না নেই আর তুই..হয়ে রবো এক ঘরে।
এত রাগ, এত অভিমান মূল্য কি আর রবে??
বল অনামিকা, সব ছেড়ে আসছ তুমি কবে???

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


