হুমায়ুন আহমেদের একটি গল্প আছে যার নাম এলেবেলে-১ বা এলেবেলে-২ এই রকমের

। তো আমার ঠিক মনে নেই কোন এক সংখ্যায় তিনি মলত্যাগ করার পাত্র বা পটি নিয়ে একটি মজার গল্প বলেছিলেন

। সেই গল্পটি হল এক মহিলা তার পরিচিত এক মহিলার বাসায় বেড়াতে গেছেন

। তো সেখানে গিয়ে দেখেন যে বাসার ছোট্ট ছেলেটি পটিতে বসে বাথরুম করছে

। এখন একটি বাচ্চা ছেলে পটিতে বসে বাথরুম করছে এবং তা একটি মহিলাকে দেখে হয়তো লজ্জা পেয়েছে ভেবে তিনি বললেন যে বাহ খুব সুন্দর পটিতো তোমার আমি এমন সুন্দর পটি আর জীবনেও দেখিনি

। তো বাচ্চা ছেলেটি কিছু বললনা। মুখ গোমড়া করে পটিতে বাথরুম করতে লাগল

। তো সেই মহিলাকে তখন নাস্তা টাস্তা দেয়া হয়েছে এমন সময় সেই ছোট ছেলেটি এসে ঘোষনা দিল যে সে তার পটিটি তাদের সম্মানিত অতিথিকে দিয়ে দিয়েছে

। এখন সেই মহিলাকে ওই পটিতে বসে বাথরুম করতে হবে

। বাচ্চাটির মাতো থতমত খেয়ে বললেন ছিঃ সোনা এভাবে বলেনা তোমার খালা হয়না

। কিন্ত বাচ্চাটির মাথায় তা ঢুকে গেছে সে চেয়ার টিবিল সহ চায়ের কাপ-টাপ্ উল্টে ফেলছে

। তখন বাচ্চাকে শুধুমাত্র বাচ্চাটিকে শান্ত করার জন্য ভদ্রমহিলাকে পটিতে বসার একটি ভঙ্গি করতে হল

।।
সর্বশেষ এডিট : ২৩ শে এপ্রিল, ২০১১ সকাল ১০:৪৮